জুলাই ১২, ২০২৫
Home » জামালপুরে বিষাক্ত সাপের ছোবলে আহত, অ্যান্টিভেনম না থাকায় বাঁচানো গেল না শিশু সাঈদকে
সানোয়ার হোসেন ছানু স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জে সাপের ছোবলে আক্রান্ত হয়ে আবু সাঈদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় ময়মনসিংহ নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদা মিয়ার ছেলে আবু সাঈদ প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। শিশুটি চিৎকার দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে চিকিৎসকরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় শিশুটিকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরই, পথেই শিশুটি মারা যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিষাক্ত সাপের কামড়ের মতো জরুরি চিকিৎসা যেখানে জীবন-মরণের প্রশ্ন, সেখানে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম না থাকা চরম অবহেলার বহিঃপ্রকাশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফর্সা বার্তা২৪.কম-কে বলেন, বিষাক্ত সাপের কামড়ে সাঈদের মৃত্যু হয়েছে। অ্যান্টিভেনম না থাকায় দ্রুত চিকিৎসা না পাওয়াতেই এমন করুণ পরিণতি হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *