জুলাই ৮, ২০২৫
Home » তিন মাসে জয়ার ৪ সিনেমা, কবে মুক্তি পাবে ‘ডিয়ার মা’

দারুণ সময় কাটাচ্ছেন জয়া আহসান। এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুই সিনেমা রায়হান রাফীর ‘তাণ্ডব’ ও তানিম নূরের ‘উৎসব’। দুটি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখা গেছে। ঈদের আগে গত ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। আজ সন্ধ্যায় অভিনেত্রী জানিয়েছেন জুলাইতে তাঁর নতুন আরেকটি সিনেমা মুক্তি পাবে কলকাতায়। এটি হতে যাচ্ছে তিন মাসে তাঁর চতুর্থ সিনেমা।

আজ সন্ধ্যায় সিনেমার পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, ‘ডিয়ার মা’ আসছে ১৮ জুলাই। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটির ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’। পোস্টের নিচে অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’–এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।

এর আগে দেওয়া সাক্ষাৎকারে অনিরুদ্ধ সিনেমাটি সম্পর্কে বলেন, সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছোট মেয়েকে ঘিরে বাবা-মা মায়ের গল্প এগোলেও অন্য সম্পর্কের গল্পও জায়গা করে নেবে এই সিনেমায় বলে জানান নির্মাতা। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

তিন মাসে চার ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে জয়াকে। ‘ডিয়ার মা’ সিনেমা নিয়ে জয়া আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব।’

‘জয়া আর শারমিন’ তৈরি হয়েছিল কোভিডের সময় জয়া ও তাঁর সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাঁদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ছবিটি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *