জুলাই ৮, ২০২৫
Home » পাইকগাছায় জায়গা-জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় দুই মহিলাসহ আহত-৩
দীনেশ চন্দ্র রায়, পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি
পাইকগাছায় প্রতিপক্ষের হামলা-মারপিটে  ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক  রাজিব মন্ডলের  স্ত্রীসহ ৩ জন আহত হয়েছে।  বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সোলাদানা ইউপির নুনিয়াপাড়ায় হামলা ও মারপিটের এ ঘটনা ঘটে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে  সাবেক ইউপি সদস্য পরিতোষ কুমার মন্ডল গংরা জোর করে প্রতিবেশি নকুল চন্দ্র মন্ডল পরিবারের  দখলে থাকা  জমি থেকে নেট-পাটা তুলতে গেলে বাঁধা দিলে এ হামলা ও  মারপিটের ঘটনা ঘটে।
জমির মালিক নুনিয়াপাড়ার বাসিন্দা নকুল চন্দ্র মন্ডল জানান, আমার পরিবার থেকে দীর্ঘদিন ধরে বসতবাড়ি সংলগ্ন নিজস্ব  জলাশয়ে বাঁধ ও নেট-পাটা দিয়ে মাছ চাষ করে আসছি। ইতোপুর্বে এ জমি প্রতিবেশি পরিতোষ কুমার মন্ডল গংরা জোর করে দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতে এমআর-২৯৭/২৪ ও পরবর্তীতে ১৮৮ ধারায়  মামলা করেন। তিনি অভিযোগ করেন  মামলা চলমান অবস্থায় বুধবার সকালে  প্রতিপক্ষ পরিতোষ মন্ডলের হুকুমে তার ছেলে সুমিত্র,দেবব্রত,পবিত্র ও মনোহর মন্ডলের ছেলে বিধানসহ মহিলারা জোর করে জলাশয়ের   নেট- পাটা তুলে জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে। এ সময় আমার বৌমা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক রাজিব মন্ডলের স্ত্রী সুপ্রিয়া বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা সুপ্রিয়াকে টেনে হেচড়ে তাদের  বাড়ির মধ্যে নিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এ সময় ঠেকাতে গেলে  প্রতিপক্ষরা পঞ্চানন মন্ডলের স্ত্রী বিজলী মন্ডল ও তার ছেলে অলোককে ও বেদম মারপিট করে আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *