জুলাই ১২, ২০২৫
Home » যশোরে জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা: তরুণ নেতৃত্ব গঠনে নতুন দিগন্ত
বেনাপোল ( যশোর) প্রতিনিধি
টানা বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার (১৭ জুন) যশোর শহরের কেন্দ্রস্থল দড়াটানায় অনুষ্ঠিত হয় জাতীয় যুবশক্তি’র জেলা সমন্বয় সভা। চলমান সাংগঠনিক পুনর্গঠনের ধারাবাহিকতায় এ সভাকে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মোঃ সজীব হোসেন। তিনি বলেন ,আমরা এমন একটি সংগঠন নির্মাণে অঙ্গীকারবদ্ধ, যেখানে নেতৃত্ব উঠে আসবে তৃণমূলের অভিজ্ঞতা, আস্থা ও পরীক্ষিত সাহস থেকে। রাজনীতি হবে জনগণের পক্ষে এবং কর্মীর নেতৃত্বে। তরুণদের ঐক্য, নিষ্ঠা ও সংগঠিত প্রস্তুতির মাধ্যমেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।
সভায় যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণ করেন নবীন ও অভিজ্ঞ সংগঠকবৃন্দ, জুলাই অভ্যুত্থানে আহত সাহসী কর্মীরা, এবং রাজনৈতিকভাবে সচেতন আগ্রহী তরুণ প্রজন্ম।
সভায় মূলত আলোচনায় উঠে আসে তিনটি গুরুত্বপূর্ণ দিক -সংগঠনের ভবিষ্যৎ রোডম্যাপ,স্থানীয় ইউনিট পুনর্গঠনের কাঠামো ও নির্দেশনা,নেতৃত্ব বাছাইয়ের মানদণ্ড ও রাজনৈতিক কর্মপন্থা।
সভাকে ঘিরে জেলার তরুণ সংগঠকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়। সকলে একমত হন যে, সংগঠনের এই নতুন কাঠামো তরুণ নেতৃত্বের পথ প্রশস্ত করবে এবং স্থানীয় পর্যায়ে কার্যকর রাজনৈতিক বিকল্প গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিত্বদের দিকনির্দেশনা এবং মূল্যবান মতামত সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করেন আয়োজকরা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *