জুলাই ১২, ২০২৫
Home » সরকারি হাজী আবদুল বাতেন কলেজ অধ্যক্ষ,র সাথে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোবারক হোসাইন,সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি
সন্দ্বীপে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুর ২টায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবুল হাশেমের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, দপ্তর সম্পাদক আব্দুল হামিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আলোচনায় উঠে আসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রকৃত কারণ, শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। সন্দ্বীপে শিক্ষার মানোন্নয়নে আমাদের সক্রিয় ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।”
তারা আরও জানান, গত চার বছর ধরে এইচএসসি পরীক্ষায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজের ফলাফল নিম্নমুখী যা উদ্বেগজনক।
২০২১ সালে সরকারি হাজী আবদুল বাতেন কলেজের এইচএসসি তে পাশের হার ছিল ৮৮%,
২০২২ সালে ৬৪%,
২০২৩ সালে ৫২%,
২০২৪ সালে এসে তা নেমে দাঁড়িয়েছে ৪৪%-এ।
এই ধারাবাহিক নিম্নগামী ফলাফল যেন ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কলেজ কর্তৃপক্ষকে আহ্বান জানান সাংবাদিকরা।
অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবুল হাশেম বলেন, “সরকারি হাজী আবদুল বাতেন কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
সভায় অধ্যক্ষ আবু হাশেম আর ও    বলেন, শিক্ষাক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা থেকেই শিক্ষাবিষয়ক এমন কর্মসূচিতে অংশ নেওয়া উচিত।
সভা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও যৌথভাবে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *