
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার বাগরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানটি পরিচালনা করেন এসআই মেহেদী হাসান জুয়েল, সঙ্গীয় ফোর্সসহ। এ সময় একটি বিশেষ প্যাকেটে মোড়ানো অবস্থায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্র বাল্লাক গ্রামের মোহনের ছেলে কালা মিয়া (৩৫)। তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি জানান, “আমাদের অভিযান চলমান। সমাজে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ব্রাহ্মণপাড়ায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।