জুলাই ১২, ২০২৫
Home » এইচ,এস , সি -২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল , এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শহিদুল ইসলাম ,ভুঞাপুর উপজেলা প্রতিনিধি 

টাঙ্গাইল জেলা , গোপালপুর থানা , হেমনগর ডিগ্রী কলেজ মাঠে ১৮ জুন ২০২৫ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় এইচ ,এস ,সি -২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে হেমনগর ডিগ্রী কলেজ ,

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , টাঙ্গাইল জেলা ,বিএনপির প্রতিষ্ঠাতা , ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল , বিএনপি , ও সাবেক শিক্ষা উপমন্ত্রী , অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ।

সভাপতি , মেহের মাকছুদ  , অধ্যক্ষ    ( ভারপ্রাপ্ত ), হেমনগর ডিগ্রী কলেজ ,

গোপালপুর পৌর বিএনপি সভাপতি মোঃ খালিদ হাসান উথান

জাহাঙ্গীর তালুকদার , সদস্য সচিব ,  হেমনগর ইউনিয়ন যুবদল ,

হাবিবুর রহমান ভুট্টু , যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি ভুঞাপুর

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *