জুলাই ১২, ২০২৫
Home » দুপচাঁচিয়ায় আরএ কম্পিউটার ট্রেনিং সেন্টার এর শুভ উদ্বোধন
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
এসো কম্পিউটার শিখি, যুগোপযোগী ক্যারিয়ার গড়ি,’ এইপ্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় আরএ কম্পিউটার ট্রেনিং সেন্টারেরউদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ১৮জুন সকালে প্রধান অতিথি হিসাবে গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের এ ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভা আরএ কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী রাজু আহম্মেদের সভাপতিত্বে ও শিক্ষক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, বগুড়া জেলা বিএনপির মৎস্য প্রাণিসম্পদ বিষয়ক সহ সম্পাদক ও দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী,
দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু কালাম আজাদ, প্রভাষক রফিকুল ইসলাম সেজু, দুপচাঁচিয়া অনলাইনের স্বত্বাধিকারী হারুনুর রশিদ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারীর বাবা মেহেদুল ইসলাম ভুট্টু, খালু রেজাউলকরিম প্রমুখ। ট্রেনিং সেন্টার উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী ১’শ ৫০জনশিক্ষার্থীদের বিনামূল্যে ট্রেনিং করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ট্রেনিংপ্রাপ্তশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *