জুলাই ১২, ২০২৫
Home » নকলায় উদ্বোধন করা হল ৩ দিনব্যাপি জাতীয় ফল মেলা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি
দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় ৩ দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
১৯ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ওই মেলার উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়।
মেলার উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দেসহ উপসহকারি কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান আমাদের দেশের বিভিন্ন দেশীয় ও অপ্রচলিত ফলগুলোকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে দেওয়া, দেশীয়ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, দেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং আমরা সবাই যেন দেশীয় ফল গাছ বেশি বেশি রোপন করে আমাদের ফল ও পুষ্টির চাহিদা পূরণ করতে পারি তা জনসম্মুখে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *