জুলাই ৮, ২০২৫
Home » পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল ডলার জব্দ
মার্শাদুল ইভেন, পঞ্চগর
পঞ্চগড়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের প্রেক্ষিতে মাদক ও জাল নোট সহ ৬ ব্যক্তিকে আটক করা হয়।
যানা জায়, তাদের এই চক্রটি দির্ঘদিন থেকে  অবৈধ কার্মকান্ড করে আসছে।  নকল আমেরিকান  ৮০ হাজার জাল ডলার, ৪ টি বাটান মোবাইল, ২টি এনড্রোয়েট ফোন, বাংলাদেশী ৫৫০ টাকা, মাদক দ্রব্য ও নেশা জাতীয় ইনজেকশন,  ট্যাবলেট,একটি কালো রঙের  ১৫০ সিসি পালচার  মটরসাইকেল সহ জব্দ করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে  প্রথমে  পঞ্চগড় চৌরংগীর মোর, খালপারা,ও পরবর্তীতে দেবীগঞ্জ  তাদের নিজ বাড়ি থেকে জাল নোট সহ  বিভিন্ন আলামত জব্দ করা হয়।  দুপুরে আটকৃতদের পঞ্চগড়  সদর থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তী কার্যক্রম পঞ্চগড় সদর থানা পুলিশে মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পুর্ন করে  আদালতে সোপদ  করা হবে।
এ বিষয় বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চগড় এর কমান্ডার  মেজর মেহেদী গণমাধ্যমকর্মীদের  বলেন আমাদের  বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে এই নকল টাকার ব্যবসায়ীদের চক্রটিকে ধরতে সক্ষম হই। সকল কেই সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে সেনাবাহিনীকে  সহযোগী করার আহ্বান জানান।সেই  ভবিষৎতেও এই ধরনের অপরাধ মুলক অভিযান চলমান থাকবে বলেও জানান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *