
দেবহাটার ভাতশালা গেইট সংলগ্ন ভাঙ্গাছুপড়ে থাকা ঘরটি মাদক ব্যবসাও সেবনের আস্তানা। প্রায় সময়ে উঠতে বয়সের যুবকদের ঘরটিতে অনুপ্রবেশের অভিযোগ। গোপন সুত্রে জানা গেছে গেইট সংলগ্ন একটি মুদি দোকানের সামনে কয়েকগজের আওতায় খালও মৎস্য চাষের ঘের এর মধ্যে ঘরটি। তথ্য সুত্রে ঘরটির নিকট বিভিন্ন অজুহাতে যেয়ে সেখানে মাদকদ্রব্য মাদকসেবিদের নিকট বিক্রির বিভিন্ন অভিযোগ। মাদক কে না বলুন,মাদক একটি মৃত্যুর ছোবল।এরপাশে গেলে মাদকের সঙ্গে সাক্ষাৎ এরপর ছোবল খেতে হয়।দিনেরপরদিন মাদকাসক্ত হয়ে পড়তে শুরু করেছে কিছু উঠতে বয়সের যুবক। মাদক সেবন করতে মাদকের টাকা যোগাতে তাদেরকে চুরিদারি করতে হয়।প্রায় সময়ে প্রায় এলাকায় চুরিদারির খবর পাওয়া যায়।এলাকার মধ্যে থেকে বিশেষ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি হয়ে থাকে । তাই সচেতন মহলের পক্ষে মাদক ব্যবসা ও সেবন কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতে দাবী।