
মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
মায়া—এক অদ্ভুত টান,
না থাকে বাঁধন, না থাকে মান।
চোখের আড়ালে, হৃদয়ের মাঝখানে,
নীরবে গেঁথে যায় নিঃশব্দ ত্রাণে।
বিচ্ছেদ আসে, কাঁদায় ধারে ধারে,
তবু তার চেয়েও গভীর যারে,
সে মায়া—ভেতর পোড়ে নিঃশব্দ আগুনে,
চোখ জানে না, তবু হৃদয় টের পায় দিনে-রাতে-ভূনে।
জীবনের চলার পথে হারিয়ে যায় অনেক,
কিন্তু যারা রেখে যায় মায়ার রঙিন রেখ,
তাদের ভুলা যায় না সহজে কখনো,
তাদের স্মৃতিই হয় বুকের মাঝে চিরন্তন বনভূমি রমনো।
চোখে দেখা যায় না মায়ার কাঁটা,
তবু তার যন্ত্রণা জ্বালায় নিরব ব্যথার পাঁতা।
স্পর্শে আসে না, কথা বলে না,
তবু সে হৃদয় ভাসায়, তলিয়ে দেয় যেন বেদনার সাগরপথে।
মায়া—একটা কবিতা, লেখা হয় না কলমে,
তবু সে গাঁথা থাকে চোখ ভেজা স্বপ্নে।
পৃথিবীর সবচেয়ে বড় যে কষ্ট,
তার নামই হয়তো—মায়া, সেই অনুভব অদৃশ্য সত্য।