
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. নূর সালাম (৫৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কেশরী বাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নূর সালাম ওই এলাকার মৃত মো. শের আলীর ছেলে। পুলিশ অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাকে গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”
গ্রেপ্তারের পর আজ বুধবার (১৮ জুন) তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ হয়েছে।