জুলাই ১২, ২০২৫
Home » জমি বেচা হয়নি, অথচ ঘর ভাড়া ছাড়াও দখলে খামার! নিরাপত্তাহীনতায় ঠিকাদার পরিবার

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার 

ফেনীর ঠিকাদার ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, জমির পুরো টাকা না পেয়েও তার বাড়ি দখল করে রেখেছেন ফয়েজ আহমেদ। তার দাবি, ২৫ শতক জমির মধ্যে মাত্র ৫ শতকের রেজিস্ট্রি হয়েছে, বাকি ২০ শতকের টাকা পরিশোধ না করেই জমি দখল করেন ফয়েজ ও তার পরিবার।

স্থানীয় একাধিক বৈঠকে মীমাংসা না হওয়ায় এলাকাবাসীর সহায়তায় নিজের ঘরে ফিরে যান ফখরুলের পরিবার। কিন্তু এরপর থেকেই ফয়েজ আহমেদ নিজেকে “শ্রমিক দলের নেতা” পরিচয় দিয়ে ফখরুলের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, বায়না করে দখল নেয়া জমির পুরো মূল্য এখনও পরিশোধ করেননি ফয়েজ। আইনগত প্রক্রিয়ায় বিষয়টি তদন্ত হচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *