জুলাই ৮, ২০২৫
Home » তানোরের নারায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত, থানায় অভিযোগ
হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের নারায়পুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রতিবন্ধী বয়োজ্যেষ্ঠসহ অন্তত চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন—নাসির উদ্দীন (৬৫), জসিম উদ্দীন (৩৮), সেলিম (৪৫) ও মালেক (৪০)। বর্তমানে তারা তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে বিকেলে গ্রামে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে
কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আয়েস উদ্দিনের নেতৃত্বে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে নাসির উদ্দীনসহ অপরপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীরা জানান, ঘটনার সময় রড, লাঠি ও লোহার পাইপ ব্যবহার করে হামলা চালানো হয়। এতে নাসির উদ্দীন, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠ, তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। অপর তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও ফাটল দেখা গেছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে, মারপিটের ঘটনার পরপরই আহত নাসির উদ্দীন বাদী হয়ে আয়েস উদ্দিনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে পূর্ব শত্রুতার জেরে একাধিকবার হামলার শিকার হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া ও থানা পুলিশের অবস্থান স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তারা দাবি করেছেন, অভিযুক্তরা আগেও একাধিকবার গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এমনকি পূর্বে সংঘটিত একাধিক হামলার বিষয়েও থানায় অভিযোগ থাকলেও সঠিক বিচার না হওয়ায় আজকের এ হামলা ঘটে গেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আফজাল হোসেন
জানান, অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান এ ঘটনায় নারায়পুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *