জুলাই ৮, ২০২৫
Home » দেবহাটা পারুলিয়ার গড়িয়া ডাঙায় পানি নিরসন ব্যবস্থা এরপাশে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ

আবুল হাসান স্টাফ রিপোর্টার 

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা গ্রামের আঃ মজিদ মুদি দোকান ব্যবসায়ী।গড়িয়া ডাঙায় জেহের গাজীর বাড়ি যাওয়ার পথে মৎস্য ঘেরে পানি নিরসন ব্যবস্থাটির বেহাল অবস্থা।এরপাশে তিনি মৎস্য চাষের ঘের করে মৎস্য চাষ করেন।অপজিটে ইছামতীর নদীর সাথে সংযুক্ত সাপমারা খাল। সেখানে মাদক ব্যবসা দেদারসেও সেবন কারীরা সেবন করে যাওয়ার অভিযোগ।বিভিন্ন কালারের মোটরসাইকেল যোগে সংঘটিত ভাবে অনুপ্রবেশ করে।পালাক্রমে গাঁজা সহ বিক্রি ও সেবন। প্রায় সন্ধা ঘুনিয়ে যাওয়ার পুর্ব মুহূর্ত অপরিচিত উঠতে বয়সের কিছু যুবক বিভিন্ন রঙের বাইক যোগে প্রবেশ করে থাকে। এবিষয়ে সেখানে এক ব্যাক্তির সাথে সাক্ষাৎ করে আলাপ কালে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ২/৭ জন করে যুবকের রাস্তার পাশেও বেড়িবাঁধ সাপমারা খালের পাশে বসে জোড় জড়

 বসে পাল্টা পাল্টি করে কি যেন খায়।তা এমন দুর্বাই গন্ধও সেই গন্ধে বোমি আশার উপক্রম ঘটার আশাম্কা।সুত্রে জানা যায়,   মাদকের টাকা যোগাতে এলাকায় কোন মুহূর্তে চুরিসহ-বড়ধরনের ঘটনা ঘটার আশাম্কা রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *