জুলাই ৮, ২০২৫
Home » নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
শুক্রবার (২০জুন) বিকেলে নীলফামারী বড় মাঠে বেলুন উড়িয়ে আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নীলফামারী সেনা ক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনর রশিদ পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও  জেলা জজ আদালতের এপিপি এ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ
 সহ অনেকে।
টুর্নামেন্টে ছয় উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা মিলে আটটি দল অংশ নিচ্ছে। ২০শে জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ৩০শে জুন।
উদ্বোধনী ম্যাচে নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্ধিতা করে।
উক্ত খেলায় নীলফামারী পৌরসভা ফুটবল দল ডিমলা উপজেলা ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *