জুলাই ১২, ২০২৫
Home » বৃষ্টিতে ডুবে থাকে কালিয়াকৈরের আহাম্মদনগর: ভোগান্তিতে এলাকাবাসী
মোঃ মাহবুবুর রহমান সোহের, স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আহাম্মদনগর চৌরাস্তা এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। এলাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকরা। এলাকাবাসী জানান, প্রতিটি বৃষ্টির পর ঘর থেকে বের হওয়া দুঃস্বপ্নে পরিণত হয়। বিশেষ করে স্কুলগামী শিশু ও বৃদ্ধদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয় দোকানদার সুমন হোসেন বলেন, “রাস্তা দিয়ে পানি গড়িয়ে দোকানে ঢুকে পড়ে। বৃষ্টির দিনে দোকানে বসাই যায় না।”
অনেকেই অভিযোগ করেছেন, বারবার পৌরসভায় অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে এলাকাবাসী দ্রুত এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *