জুলাই ৮, ২০২৫
Home » মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি পুনরায় বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

মারুফ আহমদ হৃদয়,বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ভূমিহীনদের উচ্ছেদ অভিযানে বসতবাড়ি ভাঙচুর বন্ধ করে উক্ত খাস ভূমি পুনরায় বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগিরা। ২০ জুন বিকেলে কর্মধা ইউনিয়নের তুতবাড়ী বাজারে টাট্টিউলী,  মুরইছড়া, গণকিয়া, জুগিটিলা, হেবাইরতল, তুতবাড়ীসহ আশপাশের গ্রামের কয়েক শতাধিক এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এইসব এলাকায় সাড়ে ১৩শ পরিবার বসবাস করছি। আমরা ভূমিহীন, পরিবার পরিজন নিয়ে শত বছর আগে থেকে বসবাস করে আসছি। এই জায়গা ব্রিটিশরা দিয়েছে জমিদারকে আর জমিদারের কাছ থেকে আমাদের পূর্বসুরিরা ক্রয় করে বসবাস করছেন। পরবর্তীতে পাকিস্তান আমল, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছি। আমাদের কাগজপত্র পর্যালোচনা করে মানবিক দিকগুলো বিবেচনায় এনেও আমাদেরকে উক্ত ভূমি  বন্দোবস্তের ব্যবস্থা করে দিন।
হারিছ আলী, জুবায়ের আহমদ হেলাল, লুৎফর রহমান কয়ছর, রিপন আহমদসহ কয়েকজন বলেন, নবাব পরিবারের কাছ থেকে টুকা পারগের মাধ্যমে জায়গার মালিকানা নিশ্চিত হয়ে বসবাস করছি। আমরা সরকার থেকে ভোটাধিকার পেয়েছি। আমরা এদেশের নাগরিক। আমরা ভারত বা পাকিস্তান থেকে আসি নাই। এলাকায় শত বছরের পুরনো মসজিদ, মাদ্রাসা, স্কুল রয়েছে। আমরা তো রোহিঙ্গা নয়। সরকার তো ৪ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আমরা সরকারের প্রধান উপদেষ্টা ও ভূমি উপদেষ্টাসহ জেলা প্রশাসক, ইউএনও ও এসিল্যান্ড এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদেরকে উক্ত ভূমি পুনরায় বন্দোবস্ত পাওয়ার ব্যবস্থার দাবি জানাই । প্রসঙ্গত, এলাকাবাসী জানান, ১৫ জুন দক্ষিণ টাট্টিউলী গ্রামের কনাই মিয়া (৭৫) বসতবাড়ীর পাকা দেয়াল ভাঙচুর ও গাছপালা কেটে ফেলেছেন প্রশাসনের প্রতিনিধিরা। এর পূর্বে গণকিয়া গ্রামে মজমিল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারিছ আলী, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ হেলাল, সমাজসেবক মোসলেম উদ্দিন, পঞ্চায়েত সভাপতি নেছার আহমদ, কাহির আলী, লুৎফর রহমান কয়ছর, ছাত্র শিবির কর্মধা শাখার সভাপতি রিপন আহমদ প্রমূখ। উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন বলেন, আমরা প্রভাবশালী ও বিত্তশালীদের দখলে থাকা জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত পাওয়ার ব্যবস্থা করে দেব। এখানে যাদের বিরুদ্ধে অভিযান হচ্ছে তারা বিত্তশালী। অভিযান অব্যাহত থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *