জুলাই ১২, ২০২৫
Home » রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকারের জানাজা অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকারের জানাজা আজ শনিবার (২১ জুন ২০২৫) বাদ যোহর, দুপুর ২ ঘটিকায় জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণে যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে গার্ড অফ অনার প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সর্বস্তরের জনতা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স বার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সহকর্মী আইনজীবীবৃন্দ।
উক্ত জানাজায় বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, যুগ্ম মহাসচিব আসলাম হোসাইন, যুগ্ম মহাসচিব সোহেল সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়াসহ অগণিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বিএসপি চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন।
একটি আবেগ আপ্লুত পরিবেশে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকারের শেষ ক্রিয়া সম্পন্ন করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *