জুলাই ১২, ২০২৫
Home » সন্দ্বীপে বর্ণিল আয়োজনে ফল উৎসব উদযাপন
 মোবারক হোসাইন, সন্দ্বীপ, প্রতিনিধি
মধুমাস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব।
শনিবার (২১ জুন) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়। এতে আম, জাম, কাঁঠাল, পেপে, লিচু, লটকন, আনারস, কলা, জামরুলসহ প্রায় ৫০ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের ফল কেটে আপ্যায়নও করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফল খেলে বল বাড়ে। ফল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি ফল থাকা উচিত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম এবং কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
ফল উৎসব ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। এমন আয়োজনে স্বাস্থ্য সচেতনতা যেমন বাড়ে, তেমনি দেশীয় ফলের গুরুত্বও নতুন করে উপলব্ধি করা যায় বলে মত দেন অতিথিরা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *