
মোঃ তৌফিক রহমান, স্টাফ রিপোর্টার
নওগাঁ জেলার ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র লকার থেকে চুরি হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড কর্তৃপক্ষ ভীষণ উদ্বিগ্ন।জানা গেছে, পরীক্ষার আগেই নির্ধারিত নিয়ম অনুযায়ী ধামুরহাট থানা লকারে প্রশ্নপত্র সংরক্ষিত ছিল। কিন্তু হঠাৎ করেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নপত্র লকার থেকে চুরি হয়ে গেছে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করে।ধামুরহাট থানার ওসি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে লকার ভেঙে বা নিরাপত্তা ভেদ করে প্রশ্নপত্র চুরি হলো, সেটি বের করার চেষ্টা চলছে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা যৌথভাবে বিষয়টি তদারকি করছেন এবং জানান, পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নপত্র সরবরাহ ব্যবস্থায় কড়া নজরদারি বাড়ানো হবে*। প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।