জুলাই ১২, ২০২৫
Home » অষ্টগ্রামে সেনা-পুলিশের যৌথ অভিযানে ১৮৯ পিস ইয়াবা ও দেশি মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক
বিজয় কর রতন, মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২১ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ১৯৩০ ঘটিকায় মিঠামইন আর্মি ক্যাম্পে স্থানীয় উৎস থেকে তথ্য আসে যে, আব্দুল্লাহ (৪৩) নামের একজন মাদক ব্যবসায়ী তার বাড়িতে ইয়াবাসহ বিভিন্ন মাদক মজুত করেছে। খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ নদী টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং আব্দুল্লাহকে তার নিজ বাড়ি থেকে ১৮৪ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি ছুরিসহ আটক করে। পরে তার দুই সহযোগী, শিকু মিয়া (৪৫) এবং কবির মিয়া (৩৫)-এর বাড়িতেও তল্লাশি চালানো হয় ,তবে তারা আগে থেকে বুঝতে পেরে পালিয়ে যায়। শিকু মিয়ার বাড়ি থেকে ৫ পিস ইয়াবা এবং কবির মিয়ার বাড়ি থেকে প্রায় ১৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন জানান,  পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
বার্তা প্রেরক:

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *