জুলাই ৮, ২০২৫
Home » নীহা সিনেমায় অভিনয় করবেন কি এখনই
11111

নাটকটি নিয়ে ট্রল প্রসঙ্গে নীহা বলেন, ‘নাটকের ছোট্ট একটা ক্লিপিংস দেখে মানুষ কি না কি বিচার করে ফেলছে। এখন বেশির ভাগেরই মানসিকতা এমন। আমরা পুরো বিষয়টা না জেনে মতামত দিয়ে দিই। তাই বলব, স্রেফ মলাট দেখেই পুরো বই সম্পর্কে মত দেবেন না। আগে পুরো জিনিসটা দেখা উচিত। যাঁরা ট্রল করেছেন, পুরো দেখার পর তাঁদের অনেকে নাটকটি যে ভালো, সে কথা বলেছেন।’

‘অপূর্ব–অভিজ্ঞতা’
টেলিভিশন নাটকের আলোচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দুই দশকের বেশি অভিনয়ের সঙ্গে আছেন। ছোট পর্দার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া শিল্পীও তিনি। ‘মেঘবালিকা’, ‘মন দুয়ারী’র পর এবারের ঈদে অপূর্বর সঙ্গে ‘ঘ্রাণ’ নাটকে কাজ করেছেন নীহা। নাটকটি তাঁর প্রিয় তালিকায় জায়গা করে নিয়েছে। অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা বিষয়ে নীহা বলেন, ‘সব সময় অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে। এত আন্তরিকভাবে সহযোগিতা করেন, তাঁর সঙ্গে কে না কাজ করতে চায়? আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না। এটা বলব, অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করার স্বপ্ন সবারই থাকে। এত ভালো অভিনয় করেন, এত সহযোগিতাপ্রবণ। অনেক কিছু শেখারও আছে। আমরা যত সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করব, অনেক কিছু শিখতে পারব।’

‘ঘ্রাণ’ কেন এত প্রিয়
ঈদের ছুটিতে দেশের বাইরে থাকায় সিনেমা দেখতে না পারলেও ইউটিউবে ঠিকই কয়েকটি নাটক দেখেছেন নাজনীন নীহা। জানালেন, প্রিয় প্রজাপতি দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। ক্ষতিপূরণও দেখেছেন। নিজেরগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় ‘ঘ্রাণ’।

এই নাটকটি কেন তাঁর এত প্রিয়? নীহা বলেন, ‘খুবই স্পর্শকাতর গল্প। তিন বছরের অভিনয়জীবনে এমন গল্পে কাজ করিনি। গ্রামের একটা মেয়ে। ভয়ে ছিলাম এমন চরিত্র করতে পারব কি না। শেষ পর্যন্ত পেরেছি মনে হয়। অনেকে নাটকটি নিয়ে কথা বলছেন। এ ধরনের গল্পের নাটকে তেমন সাড়া পাওয়া যায় না। তবে এবার ব্যতিক্রম। এটা মোটেও আশা করিনি।’

বড় পর্দার ভাবনা
‘তাণ্ডব’ দিয়ে সাবিলা নূর ও ‘ইনসাফ’ দিয়ে তাসনিয়া ফারিণের মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে। নীহার কি তেমন কোনো ইচ্ছা আছে? এমন প্রশ্ন উঠতেই জানালেন, সিনেমার প্রস্তাব এরই মধ্যে পেয়েছেন। তবে কোনো পরিকল্পনা নেই। কারণ হিসেবে বলেন, ‘আমি ছোট পর্দায় আরও শিখতে চাই। নিজেকে আরও তৈরি করতে চাই। সাবিলা নূর ও ফারিণ আপুরা অনেক বছর ছোট পর্দায় কাজ করে মূলধারার বাণিজ্যিক সিনেমা করেছেন। তাঁরা ভালো করছেন। সিনেমা অনেক বড় বিষয়। অনেক প্রস্তুতির বিষয় আছে। এখন যা করছি, তাই মন দিয়ে করতে চাই।’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *