
লিয়াকত হোসেন জনী,মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন (শনিবার) বিকেলে মধুপুর অডিটোরিয়াম এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মীদের নিয়ে এ সভা আয়োজন করেন। মধুপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পরান্ন সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক টাঙ্গাইল -১ মধুপুর-ধনবাড়ী আসেন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও ব্যাবসায়ী আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপি’র সাবেক সহসভাপতি ফজলুল হক মনি, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিনজুর রহমান (নান্নু), মেহেদী হাসান মিনজু, সোহেল রানা মাছুম, মারফত আলী, আ: হামিদ সরকার, শামছুল হক বাবলু, সরকার মনি, খন্দকার মারুফ আহমেদ, হামিদা খাতুন, আব্দুর রহমান, রানা চৌধুরী, জায়েদ হাসান জনী,শ্রাবণ হাবীব রুবেল প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সরকার আসাদুজ্জামান আসাদ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও প্রয়াত বিএনপি নেতা আব্দুল মালেক ও গত আগস্টের হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও নিরবতা পালন করা হয়।এ সময় মধুপুর ও ধনবাড়ী এ দুই উপজেলা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে সভার কার্যক্রম প্রানবন্ত হয়ে উঠে।