জুলাই ১২, ২০২৫
Home » স্বাগতা ব্যাংকক থেকে মা হওয়ার সুখবর দিলেন
download (12)

অভিনয়শিল্পী স্বাগতা মা হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ব্যাংককের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়। প্রথম আলোকে আজ রোববার দুপুরে খবরটি জানিয়েছেন অভিনয়শিল্পী নিজেই। স্বাগতার মা হওয়ার খবরে পরিবারের সবাই খুশি।

 

স্বাগতা জানালেন, তিনি চেয়েছিলেন অস্ত্রোপচার ছাড়াই যেন সন্তানের জন্ম হয়। তাই দুই মাস আগেই তিনি ব্যাংকক গিয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন স্বাগতা। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হয়। স্বাগতা বলেন, ‘মা–মেয়ে দুজনেই ভালো আছি। সবাই আমাদের জন্য যেন দোয়া করবেন।’

স্বাগতা জানান, তাঁর মেয়ের নাম রাখা হয়েছে মারিয়ম সর্বজয়া সানু আজাদ। তিনি বলেন, ‘আমার মেয়ের নামটা বড় রাখা হয়েছে। এই নামের মধ্যে দাদা (আবুল হাসান আজাদ) নানা (খোদা বক্স সানু) দুজনের নামের অংশ রাখতে চেয়েছি আমরা, তাই এমনভাবে নামটা রাখা হয়েছে।’

মেয়েকে নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন স্বাগতা।

২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *