জুলাই ১২, ২০২৫
Home » কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
1000037741
এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ  প্রতিনিধি 
 মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায়ক চার শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৭০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১০০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।
গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনয়র মেডিকেল অফিসার ডা: সৈয়দ জিসান আহমেদ, ডা: আব্দুল মান্নান, ডা: মো. মোজাহের হুসেন, সমাজ সেবক হিফজুর রহমান,ইউপি সদস্য তুয়াবুর রহমান তবারক,ইউপি সদস্য আব্দুল হান্নান, সাজিদুর রহমান সাচ্চু,  আব্দুর রশিদ ফুল, আনোয়ার খান,।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *