

শুভ্র মজুমদার, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি
সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থা, টাঙ্গাইলের কালিহাতী-এর সহযোগিতায় মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন কর্তৃক ঘাটাইল উপজেলার দেওপাড়ায় বাস্তবায়ন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ – এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
২৩ জুন (সোমবার) সকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান বিএসসি এবং বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন মাস্টার (উপদেষ্টা, মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন), অপ্টোমেট্রিস্ট মোঃ সাইদুর রহমান সাদ্দাম সাধারণ সম্পাদক, সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থা, কালিহাতী ও উপদেষ্টা, মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন), মোঃ শামিম আল-মামুন (এডমিন, মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন – HWBF), দেওপাড়া শাখার সকল কার্যকরী সদস্যবৃন্দ।
এই কর্মসূচির অংশ হিসেবে চারাগাছ রোপণ করা হয় দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয় মাঠ, দেওপাড়া বাহারুন্নেছা দাখিল মাদ্রাসা, দেওপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, দেওপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং খাকুরিয়া ব্রীজের রাস্তার পাশে। রোপণকৃত গাছের মধ্যে ছিল কাঠাবাদাম, কাঠাল, জলপাই, কৃষ্ণচূড়া, জারুল, মহুয়া, নিম, পেয়ারা সহ নানা প্রজাতির বনজ ও ফলজ গাছ।
পরিবেশ রক্ষায় ও সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই ধরনের সামাজিক উদ্যোগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।