

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে এক সৌদি প্রবাসীকে বন্দুক উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজ রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গ্রামে।
ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরো অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
মূল অভিযুক্ত ব্যক্তি হলেন সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া (৫২)। তার সঙ্গে অভিযোগে আরও যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—ফারজান করিম ভূঁইয়া ওরফে সাজন (৩৫),আলিফ ভূঁইয়া (৩০),আছমা আক্তার (৫২)
অভিযোগে বলা হয়, সোহরাব হোসেন সম্প্রতি তার বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষের উদ্দেশ্যে প্রস্তুত করেন। এরপরই স্থানীয় বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
সোহরাব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে অভিযুক্তরা দলবল নিয়ে সোহরাবের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। একপর্যায়ে শাহজাহান ভূঁইয়া তার হাতে থাকা বন্দুক সোহরাবের দিকে তাক করে গুলি করার হুমকি দেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন জানান, দিনে-দুপুরে এমনভাবে প্রবাসীর ওপর হামলা ও বন্দুক তাক করে হুমকি দেওয়ার ঘটনায় তারা বিস্মিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, “আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহজাহান ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমবার ফোনে তিনি বলেন, “আমি গাড়িতে আছি, পরে কথা বলি।” পরে আর ফোন রিসিভ করেননি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রবাসীদের এমন হয়রানি ও চাঁদাবাজির ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।