জুলাই ১২, ২০২৫
Home » নিখোঁজের ৪৮ ঘন্টা পর পানিতে ডুবে যাওয়া পার্বতী রানীর লাশ উদ্ধার।
1000024792
বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ)কিশোরগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার ২০ শে মে দুপুরে ইটনা উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রামের পাশে ধনু নদীতে পা পিছলে নিখোঁজ হন পার্বতী রানী বিশ্বাস। ঘটনার ৪৮ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে বাড়ির পাশে নম পাড়ার নিকটে লাশ ভেসে উঠে। পরে স্হানীয়রা উদ্ধার করে।পার্বতী রানী (৫০) বেতেগা গ্রামের রমাকান্ত বিশ্বাসের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী। জানা যায়, পার্বতী রানী বিশ্বাস মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় থালা বাসন  পরিষ্কার করতে বাড়ির পাশে ধনু নদীতে যান।দীর্ঘ সময় বাড়ির না ফেরায় তার স্বামী রমাকান্ত বিশ্বাস নদীর তীরে গিয়ে দেখেন থালা বাসন পড়ে রয়েছে পার্বতী নেই।
পরে স্বজনরা বিভিন্ন স্হানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশও ফায়ার সার্ভিসে খবর দেয়।সন্ধ্যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও পার্বতীর সন্ধান মিলেনি।ইটনা ফায়ার সার্ভিস ইনচার্জ মুশফিকুর রহিম জানান,আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই,রাত হয়ে যাওয়ায় প্রচন্ড স্রোতে উদ্ধার কাজ বন্ধ করে দেই।বুধবার দিন ভর খোঁজাখুঁজি করেও লাশের সন্ধান পাওয়া যায়নি।আজ বৃহস্পতিবার সকালে স্হানীয়রা লাশ ভেসে উঠলে নদী তীর থেকে উদ্ধার করে বলে জানায়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *