জুলাই ১২, ২০২৫
Home » বন্ধ করো যুদ্ধ
1000150708 (1)

মোঃ আব্দুল আলিম

ইরানে কেনো মারছো বোমা জানতে চাহি আমি,
যদিও তুমি বিশ্ব নেতা অনেক বড়ো দামি।
সন্ধ্যা হলেই ঝলসে ওঠে আকাশ পানে দেখি,
কোথায় কয়টি মারলে বোমা খাতায় আমি লেখি।
মারো বোমা এদিক ওদিক ঝলসে ওঠে মন,
বুকের ভিতর লাগে ব্যাথা শত শত টন।
শহর কাঁপে আর্তনাদে মৃত্যু ধূয়ায় মিশে,
হৃদয় থেকে রক্ত ঝরে হারায় আমি দিসে।
অতি দ্রুত বন্ধ করো তোমাদের এই যুদ্ধ,
মরার পরে বিচার হবে মনকে করো শুদ্ধ।
পরমাণুতে  আঘাত হানলে ধ্বংস হবে বিশ্ব,
বোমা কখনো বুঝবে না’রে কে গুরু কে শিষ্য।
কবি পরিচিতি
মোঃ আব্দুল আলিম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নতুনভূক্ত মালিথীয়া (লাঙ্গলবাঁধ) গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা থেকে পড়ালেখা সম্পন্ন করে নিজ এলাকায় শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্য সাধনা ও সাংবাদিকতা করেন। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরুপ তিনি বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ইসলামের অনুশীলন ও মানবকল্যাণ সাধনই তার সাহিত্যচর্চার মূল বিষয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *