জুলাই ১২, ২০২৫
Home » বাগেরহাটে ছাত্রশিবিরের “জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত
1000052495
বাকি বিল্লাহ শেখ -বাগেরহাট জেলা প্রতিনিধি
সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” উপলক্ষে  ইসলামী ছাত্রশিবির বাগেরহাট সদর থানা(পশ্চিম) শাখার কতৃক আয়োজিত ৪দলিও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন (শনিবার) বিকাল ৩টায় বাগেরহাট সদর উপজেলা খানপুর ইউনিয়নের কাচারিবাড়ি(দক্ষিণ খানপুর) মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্রশিবির সদর থানা (পশ্চিম) শাখার,(ষাটগম্বুজvs খানপুর ইউনিয়ন শাখা) এবং (রাখালগাছি ইউনিয়ন vs বায়তুশ শরফ মাদ্রাসা শাখা) প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত টুর্নামেন্টে ষাটগম্বুজ ইউনিয়ন শাখা বিজয় অর্জন করে। উক্ত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট  সদর থানা (পশ্চিম) সভাপতি – শেখ জোবায়ের,সেক্রেটারি – শেখ মিরাজ,এবং মেহেমান হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের,খানপুর ইউনিয়নের, সভাপতি-মো:বাকি বিল্লাহ এবং সেক্রেটারি,আল আমিন হাওলাদার। বক্তব্য কালে,বাগেরহাট সদর থানা (পশ্চিম) সভাপতি – শেখ জোবায়ের বলেন, “সুস্থতার প্রধান উপাদান হলো শারীরিক কসরত। শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতার জন্যও খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফুটবল খেলা দেহের জন্য অত্যন্ত উপকারী।”
এটি কেবল একটি খেলা নয়, বরং এটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে ধারণ করে। এই টুর্নামেন্ট তাদের আত্মত্যাগকে স্মরণ করার একটি অনন্য প্রয়াস। জুলাইয়ের চেতনা জাগ্রত রাখতে এই আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।”এতে আরও উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন শাখার সভাপতি-মো:হানিফ তরফদার,মো:হাফেজ জিলানী,ষাটগম্বুজ ইউনিয়ন শাখা সভাপতি,সেক্রেটারিএবং রাখালগাছি ইউনিয়ন শাখার সভাপতি,সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *