জুলাই ১২, ২০২৫
Home » বেনাপোলে বেগম খালেদা জিয়া ও যুবদল সভাপতির সুস্থতার জন্য দোয়া মাহফিল
1000107112

ফোরকান জামান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং যুবদলের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্নার দ্রুত সুস্থতা কামনায় বেনাপোলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেলে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঢাকা এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে গাড়িবহরে দুর্ঘটনায় আহত হন জনাব মোনায়েম মুন্না।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইসাদুল হক ইমদাদ। তিনি বলেন,“আমাদের প্রিয় নেতা মুন্না ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আবার রাজপথে নেতৃত্ব দেন—এই প্রার্থনায় আমরা আজ একত্রিত হয়েছি। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্যও আমরা দোয়া করেছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি ও আশরাফুল অলস মির্জা এবং উপজেলা যুবদলের সদস্য মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, বেনাপোল পৌর ছাত্রদলের আতিকুজ্জামান সনি, ছাত্রনেতা রনি আহম্মদ, পুটখালী ইউনিয়নের যুবদল নেতা জিয়াউর রহমান, লিটন এবং বাহাদুপুর হইলিন এলাকার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,“দুর্যোগ ও সংকটের সময়ে আমরা মুন্না ভাইয়ের পাশে আছি। তার সুস্থতা ও দেশনেত্রীর দীর্ঘায়ু কামনায় আমরা আন্তরিকভাবে দোয়া করছি।”
দোয়া মাহফিল শেষে স্থানীয় এক ধর্মীয় নেতার পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *