জুলাই ১২, ২০২৫
Home » মামা ভাগনে যেখানে, বিপদ আছে সেখানেও – মধুপুরে মৃত ভাগনের দাফনে মামার বাধা
1000072359

লিয়াকত হোসেন জনী, মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে মৃত ভাগনের নিজ নামে সাব কওলা সম্পত্তিতে দাফন করতে বাধা প্রদান করেছে মামা আব্দুল লতিফ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ছাড়াও চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। মৃত ব্যক্তির নাম ফারুকুল ইসলাম। মৃত ব্যক্তি উপজেলার ধলপুর গ্রামের মৃত  আব্দুল মজিদ (মজির) ছেলে।
২২ জুন (রবিবার) দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নং কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন জানান, মৃত ফারুক ঢাকায় কাঁচা মালের ব্যবসা করতো। আজ সকালে কাঁচা মাল কিনতে যাওয়ার সময় হঠাৎ করে হার্ড এ্যাটাক করে মারা যায়। লাশ নিয়ে আসার পর মৃতকে তার জমিতে দাফন করতে গেলে কবর খুড়তে বাধা দেয় তার মামা আব্দুল লতিফ। বাধার কারণে অন্যত্র দুই স্থানে কবর খুড়তে গেলেও একই ঘটনা ঘটে।
কুড়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শমসের আলী ও জমির দলিল সূত্রে জানাযায়, উপজেলার ১ নং কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের মৃত আব্দুল মজিদ (মজি)র ছেলে মৃত ফারুকুল ইসলাম  ও তার মা মৃত কমলা বেগম দুজনে মিলে একই গ্রামের মনির উদ্দিনের নিকট থেকে ধলপুর মৌজা হতে ১৬ শতাংশ জমি ক্রয় করে। ফারুকের মা মারা যাওয়ায় ওই জমির মালিক ফারুক হলেও আজও পর্যন্ত তার মামা মনির উদ্দিন বলাইয়ের ছেলে  মফিজ উদ্দিন , রফিকুল ইসলাম ও অপর মামা মৃত মোকছেদের ছেলে আব্দুল লতিফ জোর পূর্বক দখল করে ফারুককে বিতারিত করে রাখে। আজ মৃত ফারুককে দাফন করতে গেলে হঠাৎই থলের বিড়াল বের হয়ে আসে। আমরা লতিফ গংদের বাধা উপেক্ষা করে তাদের দলিল মুলে ১৬ শতাংশ জমি বুঝিয়ে দিয়ে সেই জমিতে কবর খুড়ে ফারুকের দাফনের ব্যবস্থা করেছি। বাকী সম্পত্তি ফারুকের তিন মেয়ে ও স্রীর ভোগ দখলের ব্যবস্থা নেয়া হয়েছে। মৃত ব্যক্তিকে দাফনে বাধা দেয়া একটা জঘন্য কাজ। এ বিষয়টি খুবই   নিন্দনীয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *