জুলাই ১২, ২০২৫
Home » মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির একদিকে সম্মেলন অন্যদিকে বর্জনের মিছিল
IMG_20250622_180131
মারুফ আহমদ হৃদয়, বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার 

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখছেন একাংশের নেতাকর্মীরা তখন শহরে বিক্ষোভ প্রতিবাদ  করছেন। এভাবে প্রতিবাদ বিক্ষোভ এবং একাংশের বর্জনের মধ্য দিয়ে রোববার( ২২ জুন) মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ছিলো মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। ভোটার তালিকায় সংগঠনের ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে আগেই এই সম্মেলন  করেছে বর্জন করার ঘোষণা দেন বিএনপি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান  ভিপি মিজানুর রহমান মিজানের অনুসারীরা। এই কাউন্সিলের জন্য তারা কোনো মনোনয়ন জমা দেয়নি। এর আগে শহরে বিক্ষোভ করে সঠিক ভোটার তালিকা করে সম্মেলন আয়োজনের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। কিন্তু জেলা বিএনপি অনঢ় অবস্থান নিয়ে কাউন্সিল আয়োজন করে।
রোববার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আয়োজিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ,সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং হাজী মুজিবুর রহমান চৌধুরী।
সদর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। সম্মেলন সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য বকশী মিছবাহ উর রহমান ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
রোববার দুপুরে সম্মেলন চলাকালে শহরে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিবাদ বিক্ষোভ করেন।
এসময় বক্তব্য রাখতে গিয়ে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল উপজেলা বিএনপির কাউন্সিলকে ডামি কাউন্সিল হিসেবে আখ্যায়িত করে বলেন, বিগত ১৭ টি বছর মৌলভীবাজারে যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে এই কাউন্সিল করা হচ্ছে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও বিএনপির সাবেক  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মৌলভীবাজারে থাকার পরও দাওয়াত দেওয়া হয়নি। এখানে এক ব্যক্তির কিছু অনুসারী চাটুকারদের নিয়ে এই ডামি কাউন্সিল আয়োজন করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *