জুলাই ১২, ২০২৫
Home » রোটারি ক্লাব অব ঢাকা ইউনাইটেড-এর OCV ও অ্যাওয়ার্ড সেলিব্রেশন অনুষ্ঠিত
IMG-20250623-WA0003

প্রেস বিজ্ঞপ্তি

রোটারি ক্লাব অব ঢাকা ইউনাইটেড-এর উদ্যোগে ২১ জুন ২০২৫, শনিবার, বনানির Hotel Galesia and Resort-এ অনুষ্ঠিত হলো “Official Club Visit (OCV) & Award Celebration (RY 2024–25)”। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪-এর অধীন ক্লাবটির এই গৌরবময় আয়োজন সফলভাবে সম্পন্ন হয় ক্লাবের সকল সদস্য ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PDG এ. কে. এম. শামসুল হুদা, Deputy Country Coordinator,  RIPSA, Rotary International Dist 64। বিশেষ অতিথি ছিলেন Rtn. মাহমুদুল হাসান, Coordinator Admin, RIPSA & Club Adviser এবং Rtn. ইয়ামির আহমেদ, Past President (22-23)& Coordinator, RIPSA। তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও উপস্থিতি ক্লাবের জন্য ছিল অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণাদায়ক।এই আয়োজনে রোটারি ক্লাব অব ঢাকা ইউনাইটেড-এর সকল সদস্য The Rotary Foundation (TRF)-এর জন্য $১০ করে ফান্ড প্রদান করেন, যা PDG হুদা স্যারের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব বরকতউল্লাহ (ব্যবসায়ী), জনাব আবরার মাহির খান (উদ্যোক্তা – সোনালী উদিচী মৎস্য খামার), জনাবা জেবুন্নেসা চুমকি (উদ্যোক্তা – চুমকির রান্না), জনাবা তান্নি (উদ্যোক্তা), জনাবা ফারহিন (হোমমেকার), ও জনাব শামিম (ব্যবসায়ী)। এই অতিথিবৃন্দ ক্লাবের বিভিন্ন সদস্যদের ব্যক্তিগত আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রোটারির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে ক্লাবের সদস্য হিসেবে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। এটি ক্লাবের সম্প্রসারণ ও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান ও উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সঞ্জয় বসু, ট্রেজারার রোটারিয়ান জাহিদুল হক সোহাগ, সদস্য রোটারিয়ান ড. যাকির হোসেন, রোটারিয়ান মাহবুবর রহমান মল্লিক, রোটারিয়ান রাসেদুল হক সরকার এবং রোটারিয়ান নাসির হাওলাদার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ক্লাব সভাপতি রোটারিয়ান আদনান সিদ্দিকী বলেন, “এই আয়োজন সফল করার পেছনে সকল অতিথি, ক্লাব সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে ক্লাব সদস্য রোটারিয়ান মাহবুবর রহমান মল্লিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, যিনি সার্বিকভাবে এই আয়োজনে সহযোগিতা করেছেন।”তিনি আরও বলেন, “এই সফল আয়োজন আমাদের আগামীর আরও বড় সেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণা যোগাবে এবং রোটারীয় বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *