জুলাই ৮, ২০২৫
Home » লামায় স্কুল শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার স্থানীয়রা
unnamed (4)
স্টাফ রিপোর্টার, বান্দরবান জেলা
বান্দরবানের লামায় পানিতে ডুবে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রী অর্পা সুশীলের (১৪) মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মাতামুহুরী নদীর মিশনঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গত সোমবার সকালে মাতামুহুরী নদীর মিশনঘাটের চতরমাল্লার কুমে অর্পা সুশীল গোসল করতে নামলে ডুবে নিখোঁজ হয়। অর্পা সুশীল পৌরসভা এলাকার মিশন গেটপাড়ার স্বপন সুশীলের মেয়ে। বিলছড়ি হেব্রন খ্রিষ্টান বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো সে। অর্পার মরদেহ উদ্ধারের সত্যতা লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সোমবার সকালে অর্পিতা সুশীল চার বান্ধবীসহ মাতামুহুরী নদীর মিশন ঘাটে গোসল করতে যায়। এ সময় তিনজন গোসল শেষে তীরে উঠলেও অর্পা ঘাটের চতরমাল্লা কুমে পড়ে যায়। একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ অভিযানে নেমেও ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে অর্পার মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। অর্পার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ। এসময় তার স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *