

মোবারক হোসাইন, সন্দ্বীপ চট্টগ্রাম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পুকুরে পড়ে গিয়ে মোঃ রাজু (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) রাত ১২টার দিকে পূর্ব সন্দ্বীপ ইউনিয়নের হারামিয়া ৮নং ওয়ার্ডে নিজ বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
মৃত রাজু মোহাম্মদ আলী সারেং বাড়ির প্রবাসী বেলাল উদ্দিনের ছেলে। তিনি পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের কারিগরি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে সরকারি হাজী আবদুল বাতেন কলেজে অধ্যয়নরত ছিলেন। এছাড়া তিনি স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের পূর্ব পাশে বসবাস করতেন।পারিবারিক সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে মৃগী রোগে (এপিলেপ্সি) ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতা থেকেই রাতের কোনো এক সময় পুকুরে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।