জুলাই ৮, ২০২৫
Home » সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন
5

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল অ্যান্ড এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে ২২ জুন কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার আনুষ্ঠানিকভাবে গভর্নিং বডির নতুন কমিটির অনুমোদন দেন, যা আগামী দুই বছরের জন্য কার্যকর থাকবে।

নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মামুন বলেন, “আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করব। কলেজের শিক্ষা মান বৃদ্ধির পাশাপাশি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে যেন তারা অর্থের অভাবে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই কাজ করব।”

কলেজ কর্তৃপক্ষ ২১ জুন এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যারিস্টার মামুনকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়।

সাহেবাবাদ ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে এলাকায় উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ব্যারিস্টার মামুনের মতো একজন গুণী ও অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে কলেজের ভবিষ্যৎ উন্নয়নের পথ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *