জুলাই ১২, ২০২৫
Home » ইসলামপুরে স্কাউটের কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত
WhatsApp Image 2025-06-23 at 5.38.25 PM

সাজ্জাদ হোসেন,  ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে জামালপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘কাব কার্নিভাল ২০২৫’। সোমবার (২৩ জুন) দিনব্যাপী সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট হাই স্কুল  প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং ইসলামপুর উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমান ও প্রাক স্কাউট লিডার মো: মহিউদ্দিন আহম্মেদ জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করেন।

ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের অধক্ষ্য ও ইসলামপুর উপজেলা স্কাউট (কাব) এর সাধারণ সম্পাদক মো: মাহবুবুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজাউল করিম ঢালী, সাভাপতি, ইসলামপুর পৌর বিএনপি, এম.এ রিয়াজুল করিম (বাবু), প্রধান শিক্ষক, সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল, উপজেলা কাব কমিশনার মো: আনিছুর রহমান, কান্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিয়াজুল ইসলাম উপজেলা কাব স্কাউট এর কোষাদক্ষ্য, সাবেক উপজেলা স্কাউট লিডার জেসমিন আক্তার সহ সাবেক উপজেলা স্কাউট লিডার মো: জাহিদুর রহমান প্রমুখ ।দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ স্কাউটস, ইসলামপুর উপজেলা শাখা সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *