

এ কে পাটওয়ারী ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি
ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী কালীর বাজার কলেজের ২০২৫ খ্রিঃ এইচএসসি পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ শে জুন সোমবার সকাল ১১টায়,কলেজের মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ হাফেজ আল মামুন, সঞ্চালনায় অত্র কলেজের প্রভাষক সুদেপসরকার,
এই সময় বিদায়ী ছাত্র ছাত্রীদের দিক মূলক নির্দেশনা ও বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী কালীর বাজার কলেজের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ হারুনুর রশিদ,অত্র কলেজের সহকারী অধ্যক্ষ মহিউদ্দিন, প্রভাষক জাহাঙ্গীর আলম পাটুওয়ারী, প্রভাষক মোস্তফা কামাল, অধ্যক্ষ হাফেজ আল মামুন বলেন, এই বছর আমার কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ১০৭জন, ফরম ফিলাপ করেছিল। এর মধ্যে দুইজন প্রবাসে চলে যাওয়াতে ১০৫জন, ১৮ জন বিজ্ঞান বিভাগে, ১জন ছাত্র, ১৭জনছাত্রী, মানবিক বিভাগে ৫৭ জন, ছাত্র ১৫জন, ছাত্রী ৪২ জন,ব্যবসায়ী শিক্ষা ৮জন ছাত্র,২২জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করিবে।তিনি আরোও বলেন আমি আশা করি গত বছর এর তুলনায় এই বছর ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষ বেলাল হোসাইন।