

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে মরহুম আব্দুল মান্নান স্মরণে এক মরনোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম সরকার।
আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল মান্নানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। পরবর্তীতে মরহুমের পরিবারের সদস্যদের হাতে ১ লক্ষ টাকার আর্থিক ভাতা প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটোর মাধ্যমে তুলে দেওয়া হয়।
বক্তারা দলিল লেখকদের কল্যাণে এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।