জুলাই ৮, ২০২৫
Home » ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন
1000114141
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে উপজেলার  ইসলামপুর ইউপির বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা বিওপি (বিজিবি) নোয়া কোট ক্যাম্পের  হাবিলদার আব্দুল আজিজ রহমা‌নের নেতৃত্বে সীমান্ত এলাকায় মেইন পিলার নং ১২৪৫ বাগানবাড়ি  নামক স্থানে টহলকা‌লে  সময় ভারতের বিএসএফ  কর্তৃক ২০ জন বাংলাদেশী নাগরিক পুশ ইন করা ৬ জন পুরুষ, ৮ জন মহিলা, ৬ জন শিশুকে বিজিবির হাতে আটক করা হ‌য়ে‌ছে।
 গত মঙ্গলবার (২৪জুন) ভোররাত থেকে সকালে
নোয়াকোট এলাকায় এসব পুশইনের ঘটনা ঘটে।
এদের মধ্যে তিনটি পরিবারের নারী, পুরুষ ও শিশু সদস্যরা রয়েছে। তাদের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং ১ জনের বাড়ি পাবনা জেলার বা‌সিন্দার। গত  মঙ্গলবার দুপুরে পুশইন করা ২০জনকে বিজিবির ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার দক্ষিণ আজুয়াটারি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদীন(৫৫), তার দুই স্ত্রী জাহেরা বিবি(৩৬) ও মনোয়ারা বিবি(৩৩)। ছেলে মজিদুল ইসলাম(১৮), আশিদুল হক(১৫), আব্দুল্লাহ(০৫), ইসমাইল (০২), মেয়ে আকলিমা খাতুন(১৪), জামিলা (১৩), জান্নাতি (১০), সুমাইয়া(১০) ও মজিদুল ইসলাম এর স্ত্রী রেহেনা বিবি(১৮)। একই থানার বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে নজির হোসাইন(৮০), তার স্ত্রী মোমেনা বেগম(৭৪)। তাদের ছেলে মোঃ মমিনুল(৩২) এবং মমিনুলের স্ত্রী মোছাঃ আমিনা(২৮)। মমিনুল ও আমিনার ছেলে মাসুদ(১৬), আল আমিন(০৭), ও মেয়ে মোছাঃ মনিশা(০৫)। পাবনা জেলার ভাংগুরা থানার ভেড়া মারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০) । এব‌্যাাপা‌রে ছাতক থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *