জুলাই ১২, ২০২৫
Home » দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮
FB_IMG_1750741485496 (1)
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
বগুড়ার, দুপচাঁচিয়া থানা পুলিশ গত রবিবার ২২ জুন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে হত্যা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া এলাকা থেকে হত্যা মামলার আসামি ভান্ডুরিয়া গ্রামের রবিউল ইসলাম ভোলার ছেলে রাজ (২৩) কে গ্রেফতার করে। রাতেই পুলিশ এক বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার দুবড়া গ্রামের হাফিজার রহমান এর ছেলে আবুল কালাম আজাদ, নারী ও শিশু দমন নির্যাতন মামলায় জোয়াল মাটাই গ্রামের রেজাউল করিমের ছেলে গোলাম রাব্বি সাগর, গ্রেফতারি পরোয়ানা মূলে পশ্চিম বোড়াই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৩৯),আশুঞ্জা গ্রামের হরিদাস চন্দ্র ছেলে প্রশান্ত চন্দ্র (২০) ও সর্গপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মেহেরুল ইসলাম কে গ্রেফতার করেছে। এছাড়াও পুলিশ  নিয়মিত প্রতারণা মামলায় ট্রাক বোঝাই ধানসহ নিয়ে ট্রাক ড্রাইভার উপজেলার বলদাহার গ্রামের মৃত আয়েজ মৃধার ছেলে আঃ বাছেদ মৃধা(৪২), ও ট্রাকের হেলপার আদমদিঘী উপজেলার শাওইল বাজার এর আবু বক্কর সিদ্দিক এর ছেলে ইউসুফ শেখ(২০), কে গ্রেফতার করেছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল সোমবার ২৩জুন বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *