

মোঃ ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার।
তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং ইসলামী আদর্শে পরিচালিত কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “দেশে সুশাসন ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।