

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ সিলেট
“গাছ লাগান, জীবন- প্রকৃতি ও পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ পালন করছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।
গত শনিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ৩৪নং ওয়ার্ড শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় পর্ব পালন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীর নেতৃত্বে দ্বিতীয় পর্বের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের শুভাকাঙ্খী মো. আব্দুশ শাকুর, মাসুক আহমদ, মিছবাহ উদ্দিন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, তাওফিক আহমদ তাহসিন, মো. তানজিল খাঁন ছাদি, আনাস বিন মখলিছুর রহমান প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় পর্বে আম, কাঠাল, পেয়ারা ও লেবুর চারা গাছ রোপণ করা হয়। দ্বিতীয় পর্বের কর্মসূচি সফল ভাবে শেষ করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা এবং শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।