জুলাই ৮, ২০২৫
Home » মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামের রাস্তার জমিতে বাঁধ,পানি বন্দী এক হাজার পরিবার
IMG_20250624_180035
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর ক্রাইম রিপোর্টার
মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের মধ্যেপাড়া হতে হাজীপাড়ায় পানি বন্দী হয়ে পড়েছে ওই এলাকার অন্তত এক হাজার পরিবার, হাজীপাড়ার প্রভাবশালী বেশ কিছু ব্যাক্তি রাস্তার পাশে বাঁধ দিয়ে পানি বেরোনোর পথ বন্ধ করে দিয়েছে, ফলে বৃষ্টির পানি বেরোতে না পেরে রাস্তায় জমে জলাবদ্ধতা তৈরি করেছে, স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ্ বারবার চেষ্টা করেও বাঁধ অপসারণ করতে পারিনি,রাস্তায় পানি জমে একদিকে যেমন ভোগান্তিতে পড়েছে এক হাজার পরিবার অন্যদিকে নষ্ট হচ্ছে প্রায় লক্ষা দিক টাকার হিয়ারিং রাস্তা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হিজুলী হাজীপাড়ার পাশে রাস্তার জমিতে উঁচু করে বাঁধ দিয়ে রেখেছে,ফলে গত কয়েকদিনের বৃষ্টির পানি কোন দিকে বেরোতে না পেরে রাস্তায় জমে রয়েছে, সেই সাথে রাস্তায় বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ্ জানান, আমরা বার বার চেষ্টা করেও কোন লাভ হয়নি,তারা জোর করে বাঁধ দিয়ে রেখেছে।
গত ২১ জুন-২০২৫ তারিখ বিভিন্ন পত্রিকা ও চ্যানেল নিউজ টি প্রকাশিত হলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি,তাই স্থায়ী ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন রাস্তাটি দ্রুত সংস্কারে দাবি জানান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *