জুলাই ৮, ২০২৫
Home » সন্দ্বীপে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত
1000133144
মোবারক হোসাইন,সন্দ্বীপ, প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস-এর উদ্যোগে সারা দেশের ৫২৭টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হলো “কাব কার্নিভাল ২০২৫”। সকাল ১১:৩০ টায় কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।
সন্দ্বীপ উপজেলায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব সদস্য অংশ নেয় থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি রিগ্যান চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কমিশনার এ কে ফজলুল করিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক, সহসভাপতি আবুল কালাম আজাদ ও সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মোয়াহেদুল মাওলা ও এ এন এম জহিরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন রিদুয়ানুল বারী, বাবুল চন্দ্র দাস, মোাকাব্বের মাওলা রাফিসহ সংশ্লিষ্ট কাব লিডারগণ।
কার্নিভালে শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *