জুলাই ৮, ২০২৫
Home » সন্দ্বীপে বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায় গ্রেফতার
1000133433
মোবারক হোসাইন,  সন্দ্বীপ, প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন মুছাপুর ইউনিয়নে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ মাজহারুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)  নির্দেশনায় এবং সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এ কে এম সফিকুল আলম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আজ ২৩ জুন ২০২৫ তারিখ সকাল ৯:৩০ মিনিটে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নিজ বসতবাড়ি থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ আলমগীর প্রকাশ গাঁজা আলমগীর (৪৫), পিতা রুহুল আমিন, মাতা তাজউন নূর, সাং- কাজী বাড়ি, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এই ঘটনায় সন্দ্বীপ থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের উৎস ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *