জুলাই ৮, ২০২৫
Home » আশুলিয়ায় চাঁদা না পেয়ে সাংবাদিকের নির্মাণাধীন ভবনে ভাংচুর ও সন্ত্রাসী হামলা
1000053544
মোজাম্মেল হোসাইন, স্টাফ রিপোর্টার

আশুলিয়ায় চাঁদার টাকা না পেয়ে সাংবাদিকের নির্মাণাধীন ভবনের মালামাল নিয়ে যাওয়া অভিযোগ পাওয়া গেছে হবি নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ই জুন) ভোর রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে দৈনিক ভোরের পাতা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও জমির মালিক শাহাদাত হোসেন (৪০) আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, শাহাদাত হোসেন গত দুই বছর আগে আউকপাড়া এলাকা ৫ শতাংশের একটি প্লট নেন। গত মাসে নিরাপত্তা বেস্টনী তৈরি জন্য রড, সিমেন্ট ও বিভিন্ন মালামাল রাখা হয়। এরপর থেকেই হবি সহ তার সহযোগীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন।  কিন্ত টাকা না দেওয়ায় ভোরে কেয়ারটেকারকে মারধর করে মালামাল সব নিয়ে যায়।
আহত কেয়ারটেকার আলী হোসেন বলেন, হবি (৪৫), রবি (৪০) ও অজ্ঞাতনামা ৬-৭ জন সশস্ত্র ব্যক্তি লোহার রড ও চাপাতি নিয়ে প্লটে হামলা চালায়। এসময় একটি কক্ষে রাখা ২০ ব্যাগ সিমেন্ট ও ৩ হাজার ইট ও রড লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে মারধর করে গুরুতর জখম করে।
শাহাদাত হোসেন জানান, আগে থেকেই অভিযুক্তরা তার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল। টাকা না দেওয়ায় তারা এই হামলা চালায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা কেয়ারটেকারের ছেলের ফোনে হুমকি দিচ্ছে। সে মূলত স্থানীয় সন্ত্রাসী ।তারা চাঁদা আদায় করে একটি কিশোর গ্যাং পরিচালনা করে। এছাড়া স্থানীয় শীর্ষ সন্ত্রাসীদের অনুসারী বলে জানা যায় তার কথাতেই সে এই ধরনের কর্মকান্ড করে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *